admin ২৬ অক্টোবর ২০২৫ , ৩:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
তারিফুল ইসলাম তারিফ : রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সি এম আবুল কালাম আজাদ (২৮)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৪র্থ ব্যাচের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ ফার্মগেট এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ উপর থেকে ভারী একটি ধাতব বিয়ারিং প্যাড পড়ে তাঁর মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসংগে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন
“সি এম আবুল কালাম আজাদ ছিলেন এক মেধাবী, ভদ্র ও পরিশ্রমী তরুণ। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করে জানিয়েছেন, আজাদের মৃত্যুতে তারা একজন প্রিয় সহপাঠী ও বন্ধুকে হারিয়েছেন।
দুর্ঘটনার পর কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে আশ্বাস দিয়েছে। সরকার নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে সরকারি চাকরির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
মেট্রোরেলের এই দুর্ঘটনা রাজধানীবাসীর মধ্যে নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

















