admin ২৯ অক্টোবর ২০২৫ , ১২:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি ও শিক্ষার মানে স্থবিরতা লক্ষ্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইউএনও আখতার জাহান সাথী জানান, অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম ছিল। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, পোশাক-পরিচ্ছদে উদাসীনতা এবং পাঠ গ্রহণে অনাগ্রহ পরিলক্ষিত হয়েছে। এছাড়া শিক্ষকদের অনেকেই এখনো গতানুগতিক পদ্ধতিতে পাঠদান করছেন, যা শিক্ষার্থীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।
তিনি বলেন,“শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হলে পাঠদান পদ্ধতিকে আরও সৃজনশীল ও আকর্ষণীয় করতে হবে। সহশিক্ষা কার্যক্রমকে সক্রিয় করতে হবে, যাতে শিশুরা শেখার আনন্দ পায়।
অভিভাবকদের প্রতিও আহ্বান জানান ইউএনও। “আপনার সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান, তাদের পোশাক-পরিচ্ছদ ও দৈনন্দিন পড়াশোনার খোঁজ রাখুন” বলেন তিনি।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, নিয়মিতভাবে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন নিশ্চিত করা যায়।











