আইন-আদালত

দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তলনের সরঞ্জাম আটক

  admin ৩০ অক্টোবর ২০২৫ , ১০:৫২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

এম সাজেদুল ইসলাম সাগর : দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ (৩০ অক্টোবর ২০২৫ ইং) সকাল ৬টায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালুভর্তি ৪টি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি মেশিন অকার্যকর করা হয়।

স্থানীয়রা বলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান মহোদয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর কাজের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে।ইউএনও’র এমন সময়োপযোগী পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাঁরা তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভ
কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা একটি মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ৪টি ট্রলি ও ২টি মেশিন অকার্যকর করে দেওয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর:

Sponsered content