শিক্ষা

আজ থেকে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু 

  admin ২ নভেম্বর ২০২৫ , ৮:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে এই প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) কলেজ লগইন প্যানেলে গিয়ে (ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তী জটিলতার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কোনোভাবেই দায় নেবে না।

বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব কলেজ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও খবর:

Sponsered content