রাজনীতি

জাতীয় নির্বাচনে নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত

  admin ৩ নভেম্বর ২০২৫ , ২:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মতামতের ভিত্তিতে এসব প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে রয়েছেন সামসুজ্জোহা খান। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সম্ভাব্য প্রার্থী ফজলে হুদা বাবুল। নওগাঁ-৪ (মান্দা) আসনে রয়েছেন ডা. ইকরামুল বারী টিপু। আর নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এস. এম. রেজাউল ইসলাম রেজু।

তবে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি এখনো সম্ভাব্য প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। দলীয় সূত্র বলছে, এ আসনে কয়েকজন নেতার নাম বিবেচনায় রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় উচ্চপর্যায়ের সভায়।

দলীয় নেতারা জানিয়েছেন, আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করতেই আগেভাগে প্রার্থী মনোনয়নের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর:

Sponsered content