admin ৩ নভেম্বর ২০২৫ , ১:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার জন্য দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন তালিকা ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদ আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একটি আসনে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সিরাজগঞ্জের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীরা হলেন—
সিরাজগঞ্জ-১: এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি
সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ-৩: ভিপি আইনুল হক
সিরাজগঞ্জ-৪: এম আকবর আলী
সিরাজগঞ্জ-৫: আমিরুল ইসলাম খান আলিম
দলীয় সূত্রে আরও জানা গেছে, বাকি আসনগুলোতে স্থানীয় নেতাকর্মীদের মতামত ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের আলোচনার ভিত্তিতে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। শরীকদের আসনগুলো এখনও চূড়ান্ত হয়নি এবং খালি আসনে দলীয় আরও অনেকের নাম আসতে পারে শেষ সময়ে।
উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অনুমোদনক্রমে এই তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

















