দেশজুড়ে

মান্দায় ড্রেন বা সুয়ারেজ লাইন সংযোগে নিষেধাজ্ঞা

  admin ৪ নভেম্বর ২০২৫ , ১০:৫৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দা উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা নিরসনে নির্মাণাধীন ড্রেনে বাসাবাড়ি ও স্থাপনার সুয়ারেজ লাইন সংযোগ না দিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় কিছু বাসিন্দার জায়গা প্রদান না করায় নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে বরাদ্দও ফেরত গেছে।

এরই মধ্যে কিছু বাসাবাড়ি ও স্থাপনা থেকে ওই নির্মাণাধীন ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগ দেওয়া হয়েছে, যার ফলে এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ড্রেনটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো বাসাবাড়ি বা স্থাপনা থেকে ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগ না দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় ড্রেন সংক্রান্ত এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও খবর:

Sponsered content