জাতীয়

দক্ষতা ও শৃংখলার সাথে সেবার নির্দেশ দিলেন নতুন বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি

  admin ৪ নভেম্বর ২০২৫ , ১০:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার : নবনিযুক্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের দক্ষতা ও আইন-বিধি মেনে শৃংখলার সাথে নাগরিকদের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

​গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন মিজ বিলকিস জাহান রিমি, যিনি এর আগে অর্থ বিভাগে সংযুক্ত ছিলেন।

শৃংখলা ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ

​সভায় সভাপতির বক্তব্যে নতুন সচিব বলেন, “আমি শৃংখলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা প্রদান করবেন।” তিনি মন্ত্রণালয়ের অনলাইন সেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন এবং বলেন, “মাননীয় উপদেষ্টার নির্দেশনা মতো সবাইকে একত্রিত হয়ে কাজ করবো।

কর্মসংস্থান সৃষ্টিতে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করার আহ্বান

​সচিব মিজ বিলকিস জাহান রিমি বস্ত্র ও পাট খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সাথে আরও নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে।

​তিনি বিশেষ করে দেশের বস্ত্রখাতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপর জোর দেন। সচিব বলেন, “আগামীতে এদেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে ও আরো কর্মসংস্থানে সুবিধা হবে।

উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

​সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো: কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, জেডিপিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব রায়না আহমদ, যুগ্মসচিব ড. মো: মনজুরুল ইসলাম, যুগ্মসচিব মো: রফিকুল ইসলাম, যুগ্মসচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব মো: জিল্লুর রহমান, উপসচিব বীথি দেবনাথ সহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content