বিনোদন

বেঁচে থাকতে ভক্তকে চিঠিতে যা লিখেছিলেন সালমান শাহ

  admin ৮ নভেম্বর ২০২৫ , ৭:২০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন, তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নেই। বরং, বাস্তবেও তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অভূতপূর্ব। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেলেও, তার সম্পর্কে ভক্তদের অমলিন ভালোবাসা আজও অব্যাহত।

আজও কোটি ভক্তের মনে সালমান শাহ অমলিন, তার পর্দার সেই রাজপুত্রের ছবি এখনও তাদের অন্তরে বসবাস করে। এই মহান অভিনেতার জীবনে বহু স্মৃতি রয়েছে, তার মধ্যে এক অন্যতম স্মৃতি হলো তিনি তার ভক্তদের প্রতি দুঃখ-সুখ, ভালোবাসা এবং দয়ালুতার নিদর্শন রেখেছিলেন। এমনকি, তিনি তার ভক্তদের প্রতি লিখে দিয়েছিলেন হৃদয়স্পর্শী চিঠি, যা এখনো তার ভক্তদের কাছে এক অমূল্য স্মৃতি।

১৯৯৫ সালের ৮ই মার্চ, সালমান শাহ তার ব্যক্তিগত ডায়রিতে লিখেছিলেন একটি চিঠি, যা স্নেহধন্য ভক্ত ইথেনের প্রতি ছিল। সালমান শাহ চিঠিতে ভক্তের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা জানিয়েছিলেন। চিঠিতে তিনি লিখেন, স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিষ নিও। তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্বও বোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথে থাকে-এই দোয়াই বিধাতার কাছে করি। ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইলো। ইতি সালমান শাহ।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করা সালমান শাহ খুব দ্রুতই হয়ে ওঠেন ঢালিউডের হার্টথ্রব। তার স্নিগ্ধ উপস্থিতি, অভিনয় দক্ষতা এবং ভক্তদের প্রতি আবেগ তাকে প্রতিষ্ঠিত করে। মাত্র ৪ বছরের অভিনয় জীবনে তিনি ২৭টি সিনেমায় কাজ করেছেন এবং বক্স অফিসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।

আরও খবর:

Sponsered content