admin ১৭ অক্টোবর ২০২৫ , ১১:০৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
তারিফুল ইসলাম তারিফ : গাজীপুরের মৌচাকে হিন্দু ধর্মাবলম্বী জয় কুমার দাস ও তার সহযোগীদের হাতে এক মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের শাস্তি চাই”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”, “প্রশাসন জবাব দে” সহ বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “গাজীপুরে এমন জঘন্য অপরাধ ঘটে, কিন্তু প্রশাসন নীরব থাকে। ধর্ষকদের দ্রুত ফাঁসি দিতে হবে, প্রয়োজনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।
জবি শিক্ষার্থী তামাসুল ইসলাম, যিনি গাজীপুরের বাসিন্দা, বলেন, “এই ঘটনায় পুলিশ ঘুষ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি, বরং ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিয়েছে। আমরা সঠিক বিচার ও ফাঁসি চাই।

ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, “ইন্টেরিম সরকারের সময় দেশে শত শত ধর্ষণ ঘটেছে, কিন্তু সরকার নীরব। তারা জনগণের সরকার নয়, ধর্ষকদের সরকারে পরিণত হয়েছে।”
শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “মাদ্রাসার ছাত্রী ধর্ষিত হলে সমাজ চুপ থাকে। এই সুশীলতা বন্ধ করতে হবে। আমরা অবিলম্বে ধর্ষকের ফাঁসি দাবি করছি।”
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদ থেকে প্রধান ফটক হয়ে বাহাদুর শাহ পার্ক অতিক্রম করে বিশ্বজিৎ চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সভা করেন।

















