পিলখানা ট্রাজেডিকে পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনা পুনরায় তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক নিহত শাকিল আহমেদের সন্তান ব্যারিস্টার রাকিন আহমেদ। শনিবার (২ নভেম্বর) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিডিআর কল্যাণ পরিষদের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই দাবি তোলেন।
রাকিন বলেন, ‘এ ঘটনার প্রকৃত দোষীদের যেমন বিচার নিশ্চিত করতে হবে তেমনি নিরপরাধ ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যের সম্মান ফিরিয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশ এখনও ষড়যন্ত্র করছে। ভয়াবহ ব্যাপার হলো এখনও সরকারের ভেতর স্বৈরাচারের দোসরারা সক্রিয়।’
এদিকে, ১৫ বছরের আগের এই হত্যাকাণ্ডকে সেনাবাহিনীকে সুপরিকল্পিতভাবে দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সুবেদর শরিফুল ইসলাম।