ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষে বাজারেব বেড়েছে ইলিশের সরবরাহ

জনতার আলো, অর্থ ও বাণিজ্য ডেস্ক :

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৪, ০২:৩৬ পিএম

নিষেধাজ্ঞা শেষে বাজারেব বেড়েছে ইলিশের সরবরাহ

নিষেধাজ্ঞা শেষে রোববার (৩ নভেম্বর) রাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। এর ফলে ঝালকাঠির বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই স্থানীয় বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কিছুটা কমেছে।

বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। মাঝারি সাইজেরে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ১৩৫০ টাকা দরে।

এছাড়া মাঝারি সাইজের চাষের রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, পোয়া মাছ ৩০০ টকা, কই মাছ ২২০ টাকা, সিং মাছ ৪৫০ টাকা ও পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বাড়ায় কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। কয়েকদিন পর ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে। তখন দাম অনেকটাই কমে আসবে। আর ২২ দিন পর ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২২ দিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে মাছের সরবরাহ বেড়েছে।