ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাওয়ার্ড অব ফ্রিডম- ২০২৪ পেলেন সাংবাদিক প্রান্ত পারভেজ

জনতার আলো, স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪, ০৪:১৪ পিএম

অ্যাওয়ার্ড অব ফ্রিডম- ২০২৪ পেলেন সাংবাদিক প্রান্ত পারভেজ

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন‍্য এ বছর 'ফ্রি-ল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাওয়ার্ড অব ফ্রিডম- ২০২৪' পেয়েছেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি'র  রিপোর্টার প্রান্ত পারভেজ

শনিবার ( ২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনভেনশন হলে এ পুরষ্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন ড. হানিফ খান, ডিন আর্টস ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব কুমিল্লা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন গোলাম কাদের।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল।

পুরস্কার পেয়ে সাংবাদিক প্রান্ত পারভেজ বলেন, দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। আমার করা অসংখ্য রাজনৈতিক, সামাজিক এবং অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। সেসকল সংবাদগুলোকে   বিবেচনায় নিয়ে তারা আমাকে এ অ‍্যাওয়ার্ড প্রদান করেছেন।

তিনি আরো বলেন, 'ফ্রি-ল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই সংগঠনটি সবসময় গণমাধ্যম কর্মীদের উন্নয়নমূলক কাজ করে থাকেন।

 সাংবাদিকতা পেশায় জড়িত যে কেউ নির্যাতন বা নিপীড়নের শিকার হলে এই সংগঠনটি থেকে প্রতিবাদ করে থাকেন। এমন সুনামধন্য একটি সংগঠন থেকে এ পুরস্কার পাওয়া সম্মানের। আর পুরস্কার পেলে কাজের প্রতি স্পিড আর দায়বদ্ধতা অনেক গুণেবেড়ে যায়। এই অ্যাওয়ার্ডে আমাকে মনোনীত করাই সংগঠনটির সকলের প্রতি আমি চির কৃতজ্ঞ।