ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে সহিংসতা প্রতিরোধ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

জনতার আলো, নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৪, ১২:২৯ এএম

বাংলাদেশে সহিংসতা প্রতিরোধ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা প্রতিরোধ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

শনিবার এক এক্স পোস্টে এ আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

পোস্টে বলা হয়, ‘মিছিল ও ইন্টারনেট বিধিনিষেধ অব্যাহত থাকা, নিরাপত্তা বাহিনী এবং সরকারি গোষ্ঠীগুলো সহিংসতায় নতুন করে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় সহিংসতা প্রতিরোধ করে এবং জবাবদিহিতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং তথ্যের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ফলকার টুর্ক।

এরআগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার তৈরি হলে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন ফলকার টুর্ক।

তিনি তার চিঠিতে চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সবরকম সহায়তা প্রস্তাব করেন। একই সঙ্গে তিনি কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্তের তাগিদ দেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখাচিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠান।