ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

রাজধানীর পল্লবী এলাকা থেকে ১০ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী


প্রান্ত পারভেজ প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৭ এএম

রাজধানীর পল্লবী এলাকা থেকে ১০ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন- শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে, দেশব্যাপী নিরপেক্ষতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

সেই অভিযানের অংশ হিসেবে, রাজধানীর পল্লবী থানাধীন কালসী মোড় সংলগ্ন বাউনিযাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার ২৫ (নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ ও পল্লবী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় আটককৃতদের কাছ থেকে, ১০২ বোতল দেশীয় মদ, ২১৩টি খালি মদের বোতল, ১১টি মোবাইল ফোন, ২৪টি ছুরি ও চাপাতি। এছাড়াও, আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা ও ইযাবা বিক্রয় ও সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

আটককৃত ৩ জন চিহ্নিত মাদক ব্যবসাযী ও একাধিক মামলার আসামি। ৪ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী এবং ৩ জন মাদক সেবনকারীকে হাতেনাতে গ্রেফতার করেন তারা। 

আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, দেশের যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।