ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি'র উপর হামলার, প্রধান আসামী আটক

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রতিনিধি :

প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০১:০৮ এএম

দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি'র উপর হামলার, প্রধান আসামী আটক

কুষ্টিয়া দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকা ও চ্যানেল এস  টিভির দৌলতপুর প্রতিনিধি আহছানুল হক এর উপর সন্ত্রাসী মামলার প্রধান আসামী রিন্টু আলী কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। 

এ বিষয়ে আছানুল হক বলেন, গত ২০ শে মে  রাত অনুমানিক ৮ টার দিকে পেশাগত কাজ শেষ করে  তাঁরাগুনিয়া  বাজার থেকে দৌলতপুর উপজেলা বাজারে ওয়ালটন প্লাজায় আসার জন্য মোটরসাইকেল যোগে রওনা দেয়। স্বরুপপুর নামক স্থানে পৌছালে   রিন্টু নামে একজন সন্ত্রাসী  আমার গাড়ির গতিরোধ করে এবং বলে তুই সেই সাংবাদিক না?  যার কারনে আমাকে সামান্য গাঁজা সহ পুলিশ ধরে ছাড়ছিল না। আজ পেয়েছি মার সালাকে বলে রিন্টু সহ আরও বেশ কয়েকজন আমাকে বেধড়ক মারপিট করে এবং টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেই। 

পরে এলাকাবাসী ছুটে আসে এবং এলাকাবাসীর সাথে রিন্টু সন্ত্রাসীর বাহিনীর সাথে হাতাহাতী হয়। এলাকাবাসী তাদের হেফাজতে নিয়ে যায় আমাকে। পরে সহকামীরা ও পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে। পরে স্থানীয় এলাকাবাসী আমার পক্ষ নেওয়ায় তাদের হুমকি ধামকি দেয়। এ বিষয়ে আমি দৌলতপুর থানায় একটি লিখিত  এজাহার দিয়েছি। 

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক আহছানুলের উপর হামলার ঘটনায় লিখিত এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে এবং প্রধান আসামী রিন্টুকে ২৩ শে মে ভোর রাতে তার নিজ বাসা থেকে  আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।