ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে 'মুকুল' নামের এক যুবককে পিটিয়ে আহত

প্রান্ত পারভেজ তালুকদার:

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৪, ১১:১১ পিএম

চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে 'মুকুল' নামের এক যুবককে পিটিয়ে আহত

জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুরের চিরির বন্দর থানাধীন মিস্ত্রি পাড়ায় মুকুল নামের এক যুবককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত যুবককে মুমূর্ষু অবস্থায় শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, দিনাজপুরের চিরির বন্দর থানাধীন বাংলা বাজার, হাজী মসজিদের মিস্ত্রি পাড়ার আব্দুল মতিন মিস্ত্রির ছেলে মুকুল এর সঙ্গে তার প্রতিবেশী গনিরপুত্র মনোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে মুকল নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষ মনোয়ার ও তার ছেলে মুরাদ, কাজল, আরিফ  ও গনি মিয়া সহ ৬ থেকে ৭ জন লোহার রড, লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে মুকুলের ওপর হামলা চালায়।

এ সময়, মুকুল তাদের হাত থেকে রেহাই পেতে দৌড়ে পাশের ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা পরবর্তী ঘরের মেঝেতে ফেলে তাকে এলাপাতাড়ি রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময়, ঘরের বারান্দা এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে প্রায ৮০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি করে পালিয়ে যায় তারা। 

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মুকুলকে উদ্ধার করে চিরির বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  ভর্তি করেন। এ বিষয়ে চিরির বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন আহত এর মামাতো ভাই মো. এরশাদ আলী। অভিযোগ পেয়ে পুলিশ মেডিকেল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে আহত মুকুল বলেন, ‘আমি আমাদের নিজ ঘরে ঘুমিয়ে ছিলাম। বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে প্রতিবেশী মনোয়ার ও তার ছেলে মুরাদ, ভাগিনা কাজল, আরিফ এবং মনোয়ারের স্ত্রী মেহের নেগার আর তার বাবা গনি মিয়া সহ ৬ থেকে ৭ জন লোহার রড, লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে মিলে আমাকে এলোপাতাড়ি কুপিয়েছে। আমি ওদের বিচার চাই।

আহতের বাবা মতিন মিস্ত্রি বলেন, আমার ছেলে আমাদের নিজ জায়গা দিয়ে সীমানা প্রাচীর তুলতে ছিল এ নিয়ে গতকাল কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনোয়ারের স্ত্রী আমাদের প্রাচীর দেয়াল এবং বালি চিনেন মাটিতে ফেলে চলে যায়। এছাড়াও, পূর্ব শত্রুতার জের ধরে ওরা আমার পরিবারের সদস্যদের এর আগেও বেশ কয়েকবার মারধর করেছেন তারা। আমরা নিরুপায় তাই আমাদের উপর বারে বারে আঘাত করে। আজ বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি করেছি। এমন ভাবে তারা পিটিয়েছে কখনো জ্ঞান ফিরছে আবার জ্ঞান চলে যাচ্ছে। আমি এ ঘটনায় দোষীদের সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তারা এলাকায় নেই, সকলেই ঘরের তালা দিয়ে পালিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল সূত্রে জানা যায় বলেন, ‘গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পেটানো ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে, এখানে চিকিৎসা করা সম্ভব কিনা রাতে জানানো যাবে। 

এলাকাবাসী বলেন, মনোয়ার ও তার ছেলে মুরাদ সহ তার পরিবারের সদস্যরা খুবই ভয়ংকর। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন। এই সন্ত্রাসী পরিবারে হাত থেকে মুক্তি চান সকলে। 

ঘটনার বিষয়ে চিরির বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নিতাই মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়ে মেডিকেল ও ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে মামলার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই ঘটনার সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তার করা হবে।