খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ। আজ শুক্রবার বিকেলে তাঁরা জড়ো হন। প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে হাইকোর্ট, দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য হয়ে তাঁরা শহীদ মিনারে আসেন।
এ সময় ৪ দফা দাবি ঘোষণা করা হয়েছে। রোববারের মধ্যে এসব দাবি না মানলে ফের প্রেসক্লাব থেকে গণ পদযাত্রা কর্মসূচি শুরু হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দাবিগুলো হলো—১ /গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে,২ /কারফিউ তুলে দিতে হবে,৩ /শিক্ষার্থী প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং ৪ /সরকারকে পদত্যাগ করতে হবে।
রোববারের মধ্যে এসব দাবি মানা না হলে রোববার ফের প্রেসক্লাব থেকে গণ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি রাগীব নাইম এসব দাবি ঘোষণা করেন।