বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৬ ই আগষ্ট, ২০২৪ ইং (শুক্রবার) চিকিৎসা সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুর হোসেন,সহ সভাপতি শারিফুল ইসলাম,যুগ্ম সম্পাদক রাশেদ খাঁন মিলন, মিনার হোসেন, সহ সাধারণ সম্পাদক আহসান হাবীব ও ছাত্রনেতা আবু মুসা।
নুর হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতা আন্দোলনে গত ৪ ঠা আগষ্ট মিরপুর-১০ এ ছাত্রলীগের নির্মম অত্যাচারের সম্মুখীন হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন। এসময় তিনি ব্যাপক মারধরের শিকার হন এবং এলোপাথাড়ি মারধরে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যায়,এবং মাথায় সেলাই সহ প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় থেকে চিকিৎসা নিতে থাকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাই সার্বিক খোঁজ খবর রাখেন।