ঢাকা, সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পল্লবীর শীর্ষ মাদক ব্যবসায়ী 'শাহীনূর'কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

জনতার আলো, স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৪, ১২:৩০ পিএম

পল্লবীর শীর্ষ মাদক ব্যবসায়ী 'শাহীনূর'কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

শনিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন কালসী কবরস্থান বস্তি এলাকায় মাদকের স্পটে যৌথ অভিযান পরিচালনা করে শাহীনূর (৩৫) নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময়, তার নিকট হতে ৩০০  গ্রাম গাঁজা, ১ কেজি পরিমান গাঁজা প্যাকিং ম্যাটেরিয়াল (পুরিয়া),  ২ টি ছুরি এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫,২৫০ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শাহীনূর পল্লবী থানা এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে পল্লবী থানায় ৪ টি মাদক মামলা রয়েছে। উক্ত শীর্ষ মাদক ব্যাবসায়ীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।