ঢাকা, শনিবার, মে ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
logo

মান্দায় পল্লী বিদ্যুৎ এর অযৌক্তিক ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের সাথে মতবিনিময়


জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ১০:৫৬ এএম

মান্দায় পল্লী বিদ্যুৎ এর অযৌক্তিক ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের সাথে মতবিনিময়

নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রতি মাসে গ্রাহকদের উপর অযৌক্তিক ভুতুড়ে (ডিমান্ড চার্জ,মিটারভাড়া ও বিবিধ) বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের  সচেতনতা করার লক্ষে গণসংযোগ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের ভোলাবাজারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় সচেতনামূক বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের গ্রাহক মনোজিৎ কুমার সরকার। এসময় স্থানীয় পল্লী বিদ্যুতের প্রায় অর্ধশতাধিক ভূক্তভোগী গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নেও এ সভা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে মনোজিৎ কুমার সরকার বলেন,মান্দা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রতি মাসে গ্রাহকদের উপর অযৌক্তিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের  সচেতনতা করার লক্ষে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরও বলেন,এদেশের মালিক জনগণ। রাষ্ট্রের ধর্ম হচ্ছে জনগণের মতামতকে সন্মান করা। আর সেকারণে দল-মত নির্বিশেষে এই অহিংস আন্দোলনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়াও শান্তিপূর্ণ আলাপ আলোচনার  মাধ্যমে ভৌতিক বিদ্যুৎ বিলের সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তিনি।