জনতার আলো, জেলা ব্যুরো চীফ, মুন্সিগঞ্জ : টংগীবাড়িতে বিবাদমান জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা বিবাদমান জমির ১০ টি ফলজ গাছ কর্তণ করে ফেলে।
হামলায় আহত লাবনী আক্তার (৩৫) ও সাঁথী আক্তারকে (২৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুবচনী বাজার এলাকায় এঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ওই জমিতে থাকা ফলজ আম, কাঠাল, পেয়ারা, তেতুল গাছসহ ১০টিগাছ কাটা অবস্থায় পরে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোবচনী বাজার এলাকার চাষিরী মৌজার আরএস-৪৮ দাগে ৭.৭৫শতাংশ জমির ক্রয় সুত্রে মালিক সুবচনী এলাকার আব্দুল হক শেখ গং ও জায়গার মালিক দাবীকারী আবেদ আলী গংদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু শুক্রবার দুপুরে একপক্ষের আবেদ আলির পুত্র হুমায়ন (৩৮), আনোয়ার (৪১) ইমান আলি এর নেতৃত্বে ৫০-৬০সন্ত্রাসী বাহিনী ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা ১০টি গাছ কেঁটে ফেলা ।
এসময় গাছকাঁটার প্রতিবাদ করতে এলে আব্দুল হক শেখের দুই পুত্রবধু লাবনী আক্তার ও সাথী আক্তার কে পিটিয়ে আহত করে আবেদ আলীর সন্ত্রাসী বাহিনী।
স্থানীয় সুত্রে জানাযায়, অাবেদ অালীর ছেলে হুমায়ুন(৩৫)। হুমায়ুন বিএনপির নেতাকর্মীদের নিয়ে সন্ত্রাসী বাহিনী তৈরি করে প্রতিপক্ষের উপর হামলা চালায় হামলায় গুরুতর অাহত হন ২ জন। অারো জানাযায়, হুমায়ুন(৩৫)- পিতা: অাবেদ অালী, আবুল হাওলাদার(৪৫)- পিতা: রশিদ হাওলাদার, লতিফ(৪০)- পিতা: অাবুল হাসেম, অালমগীর(৩২)- পিতা : বক্কর সহ অরো কয়েকজন এরাও বিএনপির মুল ও অঙ্গসংগঠনেরর সাথে জড়িত ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকালপের সাথে জড়িত। এবং মাদক ব্যাবসায় সাথেও জড়িত। প্রসাসনের নাকের ডগা দিয়ে গোপনে প্রায় ২ বছর যাবৎ এলাকায় মাদক ছাপ্লাই করে অাসছে তারা।
একপক্ষের মৃতঃ আব্দুল হক শেখের পুত্র আনিসুর রহমান জানান, আমরা জায়গার প্রকৃত মালিক হলেও জায়গা নিয়ে বিরোধ চলে আসছি। শুক্রবার দুপুরে প্রতিপক্ষ জায়গা দখলের প্রচেষ্টায় হামলা চালায়। এ ব্যপারে অপর পক্ষের আবেদ আলীর পুত্র হুমায়নের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
টংগীবাড়ি থানার অফিসার ইনর্চাজ শাহ মোঃ আওলাদ হোসেন বলেন, হামলা ও গাছ কাঁটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি , এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবিষয়ে টংগীবাড়ি থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত টংগীবাড়ি থানা পুলিশ নিচ্ছেনা মামলা বা অাইনি ব্যবস্থা।
জনতার আলো/শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.