admin ৬ অক্টোবর ২০২৫ , ৫:৫৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীর আলম ভূঁইয়া : ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সতের বছর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র,অপপ্রচার সহ লাখো নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, কর্মী গুম,খুন,জেল-জুলুম,নির্যাতন করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারে নাই। আর পারবেও না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে পথ সভায় তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি তিনি বলেন,গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। তারেক রহমানের নেতৃত্বে জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন,৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দিবেন। রাস্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি।
চাঁদাবাজদে সতর্ক করে তিনি বলেন,তারেক রহমান চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে তাদেরব ঠাই বিএনপিতে হবে না।
তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মিয়ার পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন,তাহিরপুর,জামালগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মী গন।

















