ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচন প্রস্তুতির জন্য ৫ সদস্যের কমিটি গঠন

  admin ৮ অক্টোবর ২০২৫ , ৭:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

তারিফুল ইসলাম তারিফ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান। সদস্যসচিব হিসেবে আছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বিধি পাস না হওয়া পর্যন্ত এই কমিটি নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি নির্বাচনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়।

আরও খবর:

Sponsered content