জাতীয়

পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার

  admin ২২ অক্টোবর ২০২৫ , ১১:৩৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ২০২৬ সালের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানি করার নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সভায় এ প্রস্তাবসহ আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল আমদানি করার জন্য কমিটিকে প্রস্তাব পাঠায়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এতে দেশের জ্বালানি তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত হবে।

ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন
দ্বিতীয় প্রস্তাব আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এটি ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ প্রকল্পের আওতায়। প্রস্তাব অনুযায়ী, ১ কোটি ই-পাসপোর্টের কাঁচামাল সংগ্রহ করা হবে, যার মধ্যে জরুরি প্রয়োজনে ৫০ লাখ কাঁচামাল বইয়ে রূপান্তর করা যাবে। এ ছাড়া ৫৭ লাখ ই-পাসপোর্ট বই ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্যাকেজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে।

কমিটি উল্লেখ করেছে, এই প্রকল্প ই-পাসপোর্ট বিতরণ অব্যাহত রাখা এবং সীমান্ত ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

আরও খবর:

Sponsered content