বিনোদন

জিতের এক রহস্যময় বার্তা, কাকে সতর্ক করলেন তিনি 

  admin ২ অক্টোবর ২০২৫ , ১:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজার সময় টালিউড মানেই একের পর এক নতুন সিনেমা, তারকার ঝলক আর বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবারের ২০২৫ এর পূজায় সেই লড়াই যেন রীতিমতো যুদ্ধের রূপ নিয়েছে। বিগ বাজেটের চারটি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় শুরু হয়েছে হল বণ্টন থেকে প্রচার কৌশল পর্যন্ত এক তুমুল প্রতিযোগিতা। এর মাঝেই অভিনেতা জিতের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রীতিমতো বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।

চিরকাল আলোচনার বাইরে থাকা এই সুপারস্টার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।

মাত্র দুটি লাইনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় জল্পনা- জিৎ ঠিক কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করলেন?

এ বছর পূজায় মুক্তি পেয়েছে টালিউডের চারটি বহু প্রতীক্ষিত ছবি। যার ফলে ইন্ডাস্ট্রির ভেতরে তৈরি হয়েছে চরম টানাপোড়েন। একাধিক প্রযোজক ও তারকারা নিজেদের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন, আবার কেউ কেউ একে অপরকে কটাক্ষ করতেও ছাড়ছেন না।

এই উত্তেজনার আবহেই জিতের এমন পোস্ট কিছুটা আশ্চর্য করেছে ইন্ডাস্ট্রির সহকর্মীদের। কারণ সাধারণত তিনি প্রকাশ্যে কোনো বিতর্কে জড়ান না।

ইন্ডাস্ট্রির একাংশ মনে করছেন, এটি একটি সতর্কবার্তা, যা বাংলা ছবির এই লাগামহীন প্রতিযোগিতা থামাতে দেওয়া হয়েছে। অন্যদিকে, অনেকে এটিকে নিছকই নৈতিক বার্তা হিসেবে দেখছেন।

তবে এই পোস্টের সময়ে এবং প্রেক্ষাপট ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন, জিৎ হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষে কথা বলেছেন। আবার কারও মতে, তিনি দাঁড়িয়েছেন দেবের পাশে।

জিতের পোস্টে মন্তব্যের বন্যা বইছে। কেউ লিখেছেন, এতদিন কোথায় ছিলেন? এখন যখন বন্ধু কোণঠাসা, তখন হঠাৎ এমন পোস্ট!

আবার অন্য এক নেটিজেন লিখেছেন, রঘু ডাকাত নিয়ে কিছু বললেন না কেন? দেব তো সবসময় আপনাকে সমর্থন করেন।

এমন নানা মতের ভিড়ে স্পষ্ট, পোস্টটি নিরপেক্ষ বার্তা হিসেবেই দিলেও তা টলিউডের চলমান ‘পূজা যুদ্ধ’ এর আগুনে আরও ঘি ঢেলেছে।

তবে সমালোচনার মুখে এখনো মুখ খোলেননি জিৎ। তিনি এই পোস্টের ব্যাখ্যা দেননি, কাউকে নির্দিষ্ট করে উল্লেখও করেননি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং ইন্ডাস্ট্রির অন্দরে এই পোস্ট ঘিরে চলছে উত্তাল বিতর্ক।

আরও খবর:

Sponsered content