ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি গঠন।

সাব্বির রহমান, সন্দ্বীপ

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৪, ০৪:১৪ পিএম

সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি গঠন।

"স্বাধীনতা রক্ষে, গণমানুষের পক্ষে" স্লোগানকে ধারণ করে সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোজ রবিবার সন্দ্বীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে  বিশিষ্ট শিক্ষানুরাগী, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ সেবক, ও প্রবীণ রাজনীতিবিদ এ.কে. এম বেলায়েত হোসেনকে প্রধান উপদেষ্টা,  অ্যাডভোকেট মোঃ সাহাব উদ্দীনকে আইন উপদেষ্টা মনোনীত করে কমিটিতে যমুনা টিভির সন্দ্বীপ প্রতিনিধি সভাপতি, আমিনুল হক (প্রকাশ চারু মিল্লাত) কে সভাপতি, এবং দৈনিক মানবকন্ঠের সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি মুহাম্মদ মিলাদ হোসেন (প্রকাশ মিলাদ মুদ্দাচ্ছির) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সময় মোহাম্মদ সাইফুল ইসলামকে সহ-সভাপতি (১), মোহাম্মদ আবছার উদ্দিনকে সহ-সভাপতি (২), কালবেলা প্রতিনিধি  দিদারুল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুল কাইয়ুমকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন প্রতিনিধি মোহাম্মদ শাহেদ খানকে প্রচার সম্পাদক, হালিমা বেগম শান্তাকে মহিলা বিষয়ক সম্পাদক , আব্দুর রহমানকে দপ্তর সম্পাদক, সাব্বির হোসেনকে ক্রিড়া সম্পাদক, ও সাদ্দাম হোসেনকে কার্য নির্বাহী সদস্য করা হয়।আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

আত্মপ্রকাশ সভায় টেলিকনফারেন্সে সংগঠনের প্রধান উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন বলেন, দেশের জন্য কাজ করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভুমিকার বিকল্প নাই। এ সময় তিনি সংগঠনের সকল শুভ উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন, এবং নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান।