ঢাকা, সোমবার, মে ৬, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে দিলারা শিরিন

শোভন ইসলাম:

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪, ০২:৫০ পিএম

মেঘনায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে দিলারা শিরিন

মেঘনা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করার দৃড় প্রত্যয় নিয়ে উপজেলার জনগনের পাশে থেকে কাজ করার উদ্দেশে গনসংযোগ ও মতবিনিময় চলাছ্ছে দিলারা শিরিন। প্রতিদিনই মেঘনায় বিভিন্ন জায়গায় লিফলেট বিতরন  ও জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। 

তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকের কাছে বলেন দুরদর্শীতার কারনে ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে মাথায় রেখে মেঘনা উপজেলা মানুষের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবানের লক্ষে কাজ করার ব্রত নিয়ে থাকতে আগ্রহ প্রকাশ করেন বর্তমান জনপ্রিয় মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। এছাড়াও তিনি সকল শ্রেনীর মানুষের দোয়া ও সালাম জানিয়ে মেঘনা উপজেলার সকল জনগণের দোয়া নিয়ে তিনি আবারো মহিলা  ভাইস চেয়ারম্যান হিসাবে হাঁস মার্কা নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এক বক্তব্যে তিনি আরো বলেন মেঘনা উপজেলার সুযোগ্য এবং জনপ্রিয় ও  দুই বার এর সফল ভাইস চেয়ারম্যান এবং ১০ বছর অনেক উন্নয়ন করেছেন যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান। তিনি আবারো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে দুস্হ মহিলাদের বেকার ভাতা বাড়ানোসহ অসহায়দের পাশে থেকে সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবেন এছাড়া মেঘনাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্বক ভুমিকা রাখবেন। তিনি  কুমিল্লা মেঘনা উপজেলা আটটি ইউনিয়নের সকল জনগণের  জন্য সব সময় পাশে থাকবেন বলে জানান। 

তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে মেঘনা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নকে মডেল শহর হিসাবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেবো। আমি মেঘনা উপজেলা প্রত্যেকটা ওয়ার্ড এর অসম্পন্ন থাকা কাজগুলোকে চিহ্নিত করে পরবর্তী নির্বাচনে বিজয়ী হলে সম্পন্ন করার জন্য কাজ করব বলে আশ্বস্হ করেন।