ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২৮ দিন পর আজ খুলল সুপ্রিম কোর্ট

জনতার আলো, নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪, ০৭:৪০ পিএম

২৮ দিন পর আজ খুলল সুপ্রিম কোর্ট

দীর্ঘ ২৮ দিন পর খুলেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গত ২৪ মার্চ অবকাশকালীন ছুটিতে যায় দেশের সর্বোচ্চ আদালত। আজ সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে বসে আপিল বিভাগ। আর হাইকোর্টের অন্য বেঞ্চগুলো বসছে সিডিউল অনুযায়ী।

উল্লেখ্য, অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ খোলা থাকে। বাকিগুলো বন্ধ থাকে। অবকাশে অতীব জরুরি কিছু মামলা শুনানি করেন আদালত। বাকি মামলাগুলো নিয়মিত বেঞ্চ শুনে থাকেন।

অবকাশের জন্য অনেক মামলা শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। অবকাশ শেষ হওয়ায় দেওয়ানি ফৌজদারি রিটসহ নানা বিষয়ে মামলাগুলো শুনানির জন্য আজ থেকে তালিকায় থাকবে।