নওগাঁ জেলা সদরের ফতেপুরে অবস্থিত 'বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে' দিন-দিন বেড়েই চলেছে দালালের দৌড়াত্ম্য, দালালচক্রের নিয়ন্ত্রনেই যেন চলে এ অফিসের কার্যকলাপ। দ্বিগুন টাকা খরচ করেও জমি-জমা সংক্রান্ত সেবা পাচ্ছেননা সেবা নিতে আসা জনসাধারণ। ক্রমেই বেড়ে চলেছে ভুক্তভোগীর শিকার।
সরেজমিনে বৃহস্পতিবার (১৪ মার্চ-২৪) দুপুর ১২ ঘটিকার সময় ভূমি অফিসটিতে গিয়ে দেখা যায়, মোঃ শামীম হোসেন নামে এক দালাল অনুপ্রবেশ এর মাধ্যমে কিছু নথি হাতে নিয়ে বেড় হচ্ছেন রেকর্ড রুম থেকে। এমতবস্থায় ভিডিও ধারণ করার চেষ্টা করা হলে প্রতিবেদককে ধাক্কা দিয়ে ক্যামেরা ভাংচুর করতে চায় এ দালালটি, যার পুরো ঘটনা ক্যামেরায় ধারণ করা হয়।
এ বিষয়ে বোয়ালিয়া-তিলকপুর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কাজী রাফিউল ইসলাম সাথে কথা বললে তিনি বলেন, তার পুরো অফিসের দায়িত্ব আমার নয়, দালালের প্রবেশ বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কে ঢুকে কোন কাগজ নিয়ে গেল তা জানিনা।
এদিকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে উক্ত বিষয়টি নিয়ে প্রতিবেদক এর সহকর্মী সাংবাদিক মেহেদী হাসান অন্তর কে ০১৭১৪৪১৪২১১ এই মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে নানান হুমকি-ধামকি প্রদান করেন ফতেপুর বাজারের সভাপতি মোঃ চাঁন, যার সম্পূর্ণ কথা রেকর্ড করা হয়। এ বিষয়ে চাঁন কেন কথা বলছে তা জানতে চাওয়া হলে কোন সদুত্তর মিলেনা তার পক্ষ থেকে।
হামলা ও হুমকি-ধামকির বিষয়কে কেন্দ্র করে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর।
অভিযোগ সূত্রে অভিযুক্তরা হলেন, ১। মোঃ শামীম হোসেন, পিতা- অজ্ঞাত, সাং-চকপ্রাণ, ২। মোঃ চাঁন, পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং-ফতেপুর উভয় থানা ও জেলা- নওগাঁ।
এ বিষয়ে নওগাঁ সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ শওকত মেহেদী (সেতু) বলেন, বিষয়টি আমি জেনেছি, দালাল কি করে ওই অফিসে থাকে তা আমি দেখছি। আর তাছাড়া, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কাজী রাফিউল ইসলাম এর দায়িত্ব শুধু তার ঘরে সীমাবদ্ধ নয়, তিনি একজন অথর্ব্য লোক তার চাকুরির মেয়াদ আর মাত্র ৩ মাস। আমি দ্রুত এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম রবিন শীষ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
জনতার আলো/শনিবার, ৩০ মার্চ ২০২৪/শাহানা