ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নব নির্বাচিত কমিটি

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত: ০৫ মে, ২০২৪, ১১:০০ পিএম

শপথ নিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নব নির্বাচিত কমিটি

বেনাপোল স্থলবন্দর ট্রান্সপোর্ট এজেন্সীর মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় স্থল বন্দর বেনাপোল ২নং গেটের সামনে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সকল সদস্য কে শপথ বাক্য পাঠ করান ট্রান্সপোর্ট সমিতির নির্বাচনের দয়িত্বে থাকা নির্বাচন কমিশনার কাজী শাহাজাহান সবুজ।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি (১২৬৭)’র ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪’এ আতিকুজ্জামান সনি সভাপতি ও আজিম উদ্দিন গাজী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। কমিটিতে নির্বাচিতদের মধ্যে রয়েছেন আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, সহ-সভাপতি পদে ইদ্রিস আলী, সহ-সভাপতি মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন, অর্থ সম্পাদক মুছা করিম মুছা, পরিবহণ ও বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মোস্তাক আহমেদ মাখন ও কুতুব উদ্দীন গাজী।